Sunday 15 November 2015

দক্ষিণ ইউরোপের দেশ ইতালি। পশ্চিমা সংস্কৃতি ও সভ্যতার সূতিকাগার বলে পরিচিত গ্রিস এবং ইতালি। নানা ভাস্কর্য আর শৈল্পিক নিদর্শন ছড়িয়ে আছে পুরো ইতালি জুড়ে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সবচেয়ে বেশি সংখ্যায় আছে এই ইতালিতেই।
 
  • রাজধানী: রোম
  • মুদ্রা: ইউরো
  • অফিসিয়াল ভাষা: ইতালিয়ান
  • বিদ্যুৎ সরবরাহ: ২২০ ভোল্ট/৫০ হার্জ
  • স্থানীয় সময়: জিএমটি + ০১.০০
  • টেলিফোন ডায়ালিং কোড: +৩৯
  • কান্ট্রি ডোমেইন: .it
 
নানা মুখরোচক খাবার আর পোশাকের জন্য পরিচিতি আছে দেশটির। স্পোর্টস কার, নানা সংস্কৃতি ও ভাষাবৈচিত্রের পাশাপাশি মনোরম সমুদ্র সৈকত, আলপাইন লেক, আল্পস পর্বতমালা এসবের সমন্বয়ে পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য ইতালি। দেশ হিসেবে খুব বড় নয়, কিন্তু শৈল্পিক নিদর্শন আর প্রাকৃতিক দৃশ্যের বিবেচনায় খুবই সমৃদ্ধ। কাজ কিংবা পড়াশোনার ফাঁকে সংক্ষিপ্ত ভ্রমণের মাধ্যমেই নানা জায়গা ঘুরে দেখা যায়।
 
দু’টি স্বাধীন রাষ্ট্র সান ম্যারিনো এবং ভ্যাটিক্যান সিটিকে ঘিরে রয়েছে ইতালি। দেশ দু’টি ইউরোপীয় ইউনিয়নের অংশ না হলেও কার্যত সেনজেন এলাকার অন্তর্ভুক্ত দেশ দু’টি।  দেশ দু’টিতে আলাদা পুলিশ বাহিনী আছে তবে সেখানে ইতালির মুদ্রা এবং ভাষাই প্রচলিত।
 
ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং স্লোভানিয়ার সাথে সীমান্ত রয়েছে ইতালির। প্রায় পুরো দেশটিই একটি উপদ্বীপ, অনেকটা বুট আকৃতির।
 
অধিকাংশ মানুষ ইতালিয়ান ভাষায় কথা বলে, অফিসিয়াল ভাষা এটি। তবে দেশটির বিভিন্ন অংশে ইতালীয় ভাষার বিভিন্ন উপভাষাও প্রচলিত আছে। মূল ভূখন্ডের বাইরে আরও দু’টি বড় দ্বীপ আছে, সিসিলি এবং সারাডিনিয়া

0 comments:

Post a Comment