Sunday 15 November 2015





টোয়েফেল (TOEFL)


আমেরিকা বা কানাডার বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ইংরেজীতে দক্ষতা পরিমাপের একটি মাপকাঠির নাম হল TOEFL. এটি মোট ৩ ঘন্টা ৩০ মিনিটের একটি পরীক্ষা।
TOEFL অফিসিয়াল সাইট
বাংলাদেশে TOEFL
বাংলাদেশে TOEFL কনসালটেন্ট আছে, তারা এ বিষয়ক সকল সহযোগীতা করে থাকে। আপনার পরীক্ষা দেয়ার সকল ব্যবস্থা তারা করে দেবে এবং একই সাথে আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য যাবতীয় সহযোগীতাও তারা করে থাকে।
ঠিকানা ও যোগাযোগঃ
জিআরই সেন্টার
লালমাটিয়া ব্রাঞ্চ- বাসা ২/১, ব্লক এ, লালমাটিয়া। কর্পোরেট নম্বর: ০১৭৬৮-৩৭৭-৬৪১, ০১৯২১-০৮০-৮৪৮, ব্রাঞ্চ ই-মেইল: grecenter.lalmatia@gmail.com
বানানী ব্রাঞ্চ- বাসা ১০৭, রোড ৪, ব্লক বি, বনানী। ল্যান্ড ফোন: ৯৮৯২০১৯, কর্পোরেট নম্বর: ০১৭৬৮-৩৭৭-৬৪০, ০১৬৭৭-৪৮১-৯৭৮, ব্রাঞ্চ ই-মেইল: grecenter.banani@gmail.com
কাটাবন ব্রাঞ্চ- বাসা ২৭১/গ, এলিফেন্ট রোড। কর্পোরেট নম্বর: ০১৭৬৮-৩৭৭-৬৪৩, ০১৭৬৮-৩৭৭-৬৪৪, ব্রাঞ্চ ই-মেইল: gre.center.katabon@gmail.com
 
যে সমস্ত বিষয়ের পরীক্ষা এখানে নেয়া হয়ঃ
১। ইংরেজী শ্রবণ দক্ষতা (Listening Skill Test)
২। ইংরেজী পড়ার দক্ষতা (Reading Skill Test)
৩। ইংরেজী লেখার দক্ষতা (Writing Skill Test)
৪। ইংরেজী বলার দক্ষতা (Speaking Skill Test)
 
পরীক্ষা পদ্ধতিঃ
  • রিডিং টেস্ট হয় ৬০ মিনিটের এবং পয়েন্ট থাকে ৩০। তিন থেকে পাঁচটি প্যাসেজ থাকে, এগুলো পড়তে হয়।
  • লিসেনিং টেস্ট হয় ৬০ মিনিটের এবং পয়েন্ট থাকে ৩০। এখানে ২-৩ টি কনভারসেশন ও ৪-৬ টি লেকচার থাকে।
  • স্পিকিং টেস্ট হয় ২০ মিনিটের এবং পয়েন্ট থাকে ৩০। এখানে ২ টি স্পিকিং টেস্ট দিতে হয়  নিজের ইচ্ছা মত বিষয়ের উপর এবং ৪ টি টেস্ট হয় অনৈচ্ছিক।
  • রাইটিং টেস্ট হয় ৬০ মিনিটের এবং পয়েন্ট ৩০। ১ টি ঐচ্ছিক ও ১টি অনৈচ্ছিক টেস্ট নেয়া হয়।
  • মোট ১২০ পয়েন্টের টেস্ট নেয়া হয়।
  • টেস্ট দিতে যাওয়ার সময় অবশ্যই কনফার্মেশন লেটার এবং পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে।
 
TOEFL রেজিস্ট্রেশন ফিঃ
জুলাই, ২০১৩ ইং এর বিবরণী অনুযায়ী TOEFL রেজিস্ট্রেশনের জন্য খরচ হয় $ ১৫০ (প্রায় ১২,০০০ টাকা) । এই খরচের মধ্যে পরীক্ষার ফি এবং প্রাপ্ত স্কোর বিশ্ববিদ্যালয়ে (চারটিতে) পাঠানোর খরচ অন্তর্ভুক্ত আছে।
 

0 comments:

Post a Comment